সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা মেলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউচুয়াল হোমস বাংলা মেলা’।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 09:49 AM
Updated : 11 Dec 2017, 09:53 AM

এ উপলক্ষ্যে রোববার সিডনির ইঙ্গেলবার্নের একটি ফাংশন সেন্টারে আয়োজক সংগঠন ‘আমরা বাংলাদেশি’ একটি মতবিনিময় ও প্রস্তুতিসভার আয়োজন করে।

এতে আয়োজকরা জানান, এবারের মেলার পৃষ্ঠপোষক হিসেবে আছে অস্ট্রেলিয়ার নির্মাণ প্রতিষ্ঠান মিউচুয়াল হোমস। তাই এ বছর মেলার নাম ‘মিউচুয়াল হোমস বাংলা মেলা’।

মেলার প্রধান পৃষ্ঠপোষক মিউচুয়াল হোমসের পরিচালক এনাম হক বলেন, “বিজয়ের মাসে প্রবাসী শিশু-কিশোরদের একাত্তরের ইতিহাস জানানোর পাশাপাশি তাদের দেশীয় সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা এ মেলার লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিউচুয়াল হোমসের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ হক অনুষ্ঠানে যোগ দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!