কুয়ালালামপুরে ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট’

মালয়েশিয়ায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট’।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 10:53 AM
Updated : 20 Nov 2017, 12:15 PM

আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় কুয়ালালামপুরের মালায়া বিশ্ববিদ্যালয়ের দেওয়ান টুংকু চ্যান্সেলর হলঘরে এ আয়োজন করছে ‘দ্যা স্পেকট্রা ম্যানেজমেন্ট ক্রু’।

‘দ্যা স্পেকট্রা ম্যানেজমেন্ট ক্রু’র ব্যবস্থাপনা পরিচালক রাশিক আদিত হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশিদের মাঝে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে ও প্রবাসী বাংলাদেশিদের দেশিয় সংস্কৃতির স্বাদ উপভোগ করাতে ২০১২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে।

“এবারের অনুষ্ঠানে নাচ-গান-অভিনয়সহ সাংস্কৃতিক পরিবেশায় অংশ নেবেন মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা।”

তিনি আরও জানান, এবারে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আসছে  ব্যান্ডদল আর্টসেল।

অনুষ্ঠানে বিনামূল্যে ঢোকার সুযোগ থাকছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!