মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ ৪৪০ শ্রমিক আটক

মালয়েশিয়ার কুয়ালামপুরে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসনের অভিযোগে বাংলাদেশিসহ ৪৪০ জন শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 06:47 PM
Updated : 14 Nov 2017, 06:47 PM

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং অঞ্চলে এ অভিযান চালানো হয় বলে অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

অভিযান চালানো বুকিত বিনতাংয়ের পর্যটন এলাকা জালান আলো এবং জালান ছাংকাতের রেস্তোরাঁগুলোতে যারা কাজ করেন তাদের অধিকাংশেরও বেশি শ্রমিক বাংলাদেশি।

মালয়েশিয়ার অভিবাসন পুলিশ বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী অভিযান পরিচালনা করেন।

তিনি স্থানীয় স্ট্রেইট টাইমস পত্রিকাকে জানান, অভিযানে মোট ৯১৫ জনের অভিবাসন সংক্রান্ত কাগজ পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজ দেখাতে না পারায় ৪৪০ জনকে আটক করা হয়। তাদের ৩৮৯ জন পুরুষ এবং ৪৭ জন নারী।

এদের মধ্যে প্রচুর বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানালেও তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা জানাতে পারেননি মুস্তাফার।

এক প্রশ্নের জবাবে মুস্তাফার আলী জানান, আটক শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর বয়সী রয়েছেন। আর এ অভিযানে চারদিনের এক শিশুও মায়ের সাথে আটক হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!