প্রয়াত শিল্পী মহিত স্মরণে প্যারিসে সভা

সদ্য প্রয়াত শিল্পী মহিত আহমদকে নিয়ে স্মরণ সভা করেছেন প্যারিস প্রবাসী বাংলাদেশিরা।

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 08:49 AM
Updated : 23 Oct 2017, 08:49 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসের একটি হলে ‘মাটির পিঞ্জিরা মাঝে শিল্পী মহিত আহমদ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘সুরধ্বনি একাডেমি ’।

সুরধ্বনি একাডেমির মালিক অলকা বড়ুয়ার তত্ত্বাবধানে সভা পরিচালনা করেন আবৃত্তিশিল্পী ও কবি রবিশংকর মৈত্রী।

শিল্পী মহিত আহমদকে নিয়ে স্মৃতিচারণ করেন- সাংবাদিক ওয়াহিদুজ্জামান, অলকা বড়ুয়া, হোসেমিন, লিমা খান, সাংবাদিক দোলন মাহমুদ, সাংস্কৃতিককর্মী আশরাফউদ্দিন চয়ন ও হাবিব খান বাহার।

নিবেদিত কবিতা পড়েন- কবি বদরুজ্জামান জামান। কবিতা পড়েন- সাংস্কৃতিক কর্মী রাহুল চৌধুরী ও আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম।

বিরহ সঙ্গীত গেয়ে শোনান শিল্পী আরিফ রানা, কুমকুম রানা ও ইসরাত খানম ফ্লোরা।

গত ৯ অক্টোবর প্যারিসের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফ্রান্স প্রবাসী শিল্পী মহিত আহমদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!