যুক্তরাষ্ট্রে বিসিসিডিআই বাংলা স্কুলের পরিবেশনা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিসিসিডিআই বাংলা স্কুলের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ গীতিনাট্য পরিবেশন করেছে।

শিব্বীর আহমেদ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 05:10 AM
Updated : 22 Oct 2017, 05:10 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার আর্লিটনে কেনমোর মিডল স্কুলে ২৭তম ‘বাংলাদেশ মেলা’ উপলক্ষে এ আয়োজন করে ‘বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিসিসিডিআই)বাংলা স্কুল’।

বিসিসিডিআই বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘তাসের দেশ’ গীতিনাট্যের কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন বাংলা স্কুল ড্যান্স একাডেমির মুক্তা বড়ুয়া। সার্বিক নির্দেশনায় ছিলেন শামীম চৌধুরী। 

গীতিনাট্যের অভিনয় শিল্পীরা হলেন দর্পন, নোরা, অংকিতা, তানিশা, লাবিবা, ইসরা, সাবরিনা, হ্নদিতা, জেসিকা নাজিলা, অদ্রিজা, অরিত্রি, অনুভা, ইয়াশা, মরিয়ম শুসান্তিকা, রানীতা, অহনা অনিটা, নায়লা, তাসনুভা, অবন্তিকা, নাইমা ও অনুশা।

এছাড়া বাংলা স্কুল মিউজিক একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এই পর্বে বাঁশিতে সঙ্গত করেন মোহাম্মদ মজিদ, গিটারে মোহাম্মদ হুদা অনু, মন্দীরায় জয় দত্ত বড়ুয়া, ঢোলে হিমু রোজারিও, অক্টোপ্যাডে আরিফুর রহমান স্বপন, তবলায় ওস্তাদ আশীষ বড়ুয়া ও ভায়োলিনে ছিলেন দিবিয়া ও পরাগ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক ওস্তাদ নাসের চৌধুরী। 

এছাড়া অনুষ্ঠানে বাংলা স্কুলের প্রিন্সিপাল শামীম চৌধুরী, শিক্ষক আতীয়া মাহজাবীন, তানিয়া খান, নিভা বড়ুয়া, ফারজানা সুলতানা, জয়িতা দাসগুপ্ত, মিউজিক একাডেমির পরিচালক নাসের চৌধুরী ও ড্যান্স একাডেমির পরচিালক মুক্তা বড়ুয়াকে তাদের কাজের স্বীকৃতি  হিসেবে পুরস্কার দেওয়া হয়। 

এছাড়া অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর মোহাম্মদ হুদা, গোল্ড স্পন্সর আনিস খান, সিলভার স্পন্সর দিলাল আহমেদকেও পুরস্কার দেওয়া হয়। কমিউনিটিকে বিশেষ সেবা দেওয়ার জন্য পুরস্কার দেওয়া হয় এন্থনি পিয়ুস গোমেজ, হিরা খান, তাসলিম হাসান, বোরহান আহমেদ, রেদওয়ান চৌধুরী ও কামরুল ইসলাম কামালকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!