রোমে জনতা এক্সচেঞ্জ কোম্পানির অফিস উদ্বোধন

ইতালিতে সরকারি মালিকানাধীন জনতা ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত জনতা এক্সচেঞ্জ কোম্পানি, এসআরএল-এর নতুন অফিস উদ্বোধন হয়েছে ।

ফাহিমা হোসেন, ইতালির রোম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 10:55 AM
Updated : 12 Oct 2017, 10:55 AM

স্থানীয় সময় বুধবার রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা ভিত্তরিও কাঁচাবাজার সংলগ্ন ভিয়া রিকাসলিত-১৫ তে এ নতুন অফিস উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত আবদুস সোবহান সিকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ হোসাইন, বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ও জনতা এক্সচেঞ্জ কোম্পানির ডিরেক্টর মফিজুর রহমান, জনতা এক্সচেঞ্জ কোম্পানির এমডি ইন চার্জ আব্দুস সাত্তার বিশ্বাস, জনতা এক্সচেঞ্জ কোম্পানির নব নিযুক্ত ম্যানেজার মো. শাহাদত হোসাইন, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সুমন (ক্যাশ) ও এরিন্দা হামো।

এছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সভাপতি মো.ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী মো. লকিয়ত উল্লাহ, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।

প্রধান অতিথি রাষ্ট্রদূত সিকদার বলেন, “জনতা এক্সচেঞ্জ কোম্পানির নতুন অফিস জনবহুল এলাকায় জনগণের চোখের নাগালে স্থানান্তরিত হওয়ায় আমি আশা করি রেমিটেন্স পাঠানো আরও বাড়বে।

“কেননা আগের অফিস বিল্ডিংয়ের ভেতরে থাকাতে সবাই সহজে খুঁজে পেত না। আর এখন জনসমক্ষে রাস্তার পাশে সহজেই চোখে পড়বে।”

তিনি বলেন, জনতা এক্সচেঞ্জ কোম্পানি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে পরিচালিত সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটি নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!