নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সম্মেলন

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স’-এর নবম বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 05:04 AM
Updated : 21 Sept 2017, 05:04 AM

স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আমজাদ হোসেন সেলিমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশের ব্যবসায়ীদের জাতীয়ভিত্তিক সংস্থা ‘এফবিসিসিআই’-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “ভিনদেশিদের ন্যায় প্রবাসীরাও যদি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করেন, তাহলে মধ্যম আয়ের বাংলাদেশ রচনার পথ সুগম হবে। মানুষের জীবনমানের আরও উন্নয়ন ঘটবে।”

এ সময় তিনি আরও বলেন, “রাজনৈতিক স্থিতি ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকলে আগামী বছর বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিতে এক নম্বর স্থান দখলে সক্ষম হবে। তবে এজন্যে প্রবাসীদেরকেও সহযোগিতার দিগন্ত প্রসারিত করতে হবে।”

বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, “দেশ ও প্রবাসের সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলে বাংলাদেশের উন্নয়ন কেউই ঠেকাতে পারবে না।”

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, “যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ বহু জিনিস আমদানি করছেন বাংলাদেশ থেকে। এভাবেই তারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছেন।”

মোমেন আরও বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এ ধারাকে ত্বরান্বিত করতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।”

সমাবেশে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান মো.আকতার হোসেন, ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া, প্রধান সমন্বয়কারী মো.শাহনেওয়াজ, সদস্য-সচিব বিলাল চৌধুরী, ফাহাদ সোলায়মান ও মাসুদুল হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!