মালয়েশিয়ায় আহত শ্রমিকের পাশে ‘বাংলার নতুন সেনা’

প্রবাসী রেজাউল করিম কাজ করেন মালয়েশিয়া পেরাক শহরের জানান লাহাতের ‘সাউর্দান কংক্রিট’ নামে একটি রিং নির্মাণ কারখানায়৷

জোটন চন্দ্র দাস, মালয়েশিয়ার পেরাক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 10:10 AM
Updated : 11 Sept 2017, 10:10 AM

স্থানীয় সময় মঙ্গলবার রাতে কারখানায় কাজ করতে গিয়ে লোহার ভারি চাকা রেজাউল করিমের ডান হাতের উপর পড়লে তিনি মারাত্মক আহত হন, কোম্পানি কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে৷

মো. রেজাউল করিম (৩৬) এর বাড়ি পাবনার আটগড়িয়া থানার উত্তর মিয়া গ্রামে৷ তার পিতা মো. নাছির উদ্দিন ও মাতা মোসা. ডালিম বেগম।

বুধবার বিকেলে মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী আমিন ও কামাল আযাম তার সঙ্গে দেখা করতে যান৷ রোববার রেজিউল করিম হাসপাতাল থেকে ছাড়া পান৷

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার নতুন সেনা কেএল’ এর একটি টিম রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যায়৷ এখন রেজাউলের হাতের অবস্থা একটু উন্নতির দিকে৷ তিনি জানান, কোম্পানি তার চিকিৎসার খরচ দিচ্ছে৷

সংগঠনটির অন্যতম সংগঠক সাব্বির ইসলাম উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের  যে কোন সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন৷”

সংগঠনটির ফেইসবুক পেইজ: hett../www.facebook.com/bdnewsenakl

মেইলে জানাতে পারেন আপনার কথা: bdnewsenakl@yahoo.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!