জেদ্দায় প্রবাসীদের ‘উন্মুক্ত সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক উন্মুক্ত সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত হয়েছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2017, 05:46 AM
Updated : 12 August 2017, 05:46 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আল রাহমা মসজিদ সংলগ্ন সমুদ্র সৈকতে ‘ভালোবাসার গান, কবিতা ও গল্প কথা, মধ্যপ্রাচ্য শাখা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভালোবাসার গান, কবিতা ও গল্পকথা’ কেন্দ্রীয় পর্ষদের সমন্বয়ক ও পরিচালক জোসনা হক।

আসরে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া, সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি, লেখক ও সাংবাদিক এম. ওয়াই আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ‘রুদ্র বাংলা’র সম্পাদক আবুল বাশার বুলবুল, সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল ও সাজিদুল ইসলাম।

‘ভালোবাসার গান, কবিতা ও গল্পকথা’ চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় আরও উপস্থিত ছিলেন কবি দিল মোহাম্মদ দিলু, মাস্টার সেলিম, মোস্তাফিজুর রহমান শিপলু, গাজী শাহেদ, সাংবাদিক সৈয়দ আহাম্মেদ, মোবারক হোসেন ভূঁইয়া, আল মামুন শিপন, আনোয়ার অনিক, আনোয়ার হোসেন রাজু, মাহামুদুল হক, বাদশা আলম ও জালাল আহমেদ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া ও সংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রবাসেও বাংলাদেশিরা সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে ধরে রাখতে নতুন প্রজন্মকেউৎসাহিত করবে।”