আটলান্টায় আবৃত্তি অনুষ্ঠান ‘মুখোমুখি কবিতায়’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর আটলান্টার সেবা বাংলা লাইব্রেরি আয়োজন করেছে আবৃত্তি অনুষ্ঠান ‘মুখোমুখি কবিতায়’।

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 10:51 AM
Updated : 19 May 2017, 07:14 PM

রোববার লাইব্রেরি সদস্য ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে মা দিবসে পৃথবীর সব মায়েদের উৎসর্গ করে এটি অনুষ্ঠিত হয়।

এর আগে সেবার উদ্যোগে কবিতা বিষয়ক তিনটি পর্ব দর্শক-নন্দিত হয়েছিল। এই পর্বগুলোর নাম ছিল ‘এক বিকেল কবিতা’, ‘কবিতা: প্রাণে ও প্রণয়ের’ ও ‘মিছিলে নতুন মুখ’। এবারের অনুষ্ঠানে স্মরণ করা হ​য় সদ্যপ্রয়াত আবৃত্তিজন কাজী আরিফকে।

শুভশ্রী নন্দী রাইয়ের সঞ্চালনায় ও শিল্পী সোহেল আহমেদের সজ্জায় লাইব্রেরি মিলনায়নটি ওই দিন কবিতাপ্রেমীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে। অনুষ্ঠান চলে প্রায় তিন ঘণ্টা।

অনুষ্ঠানে ১০ জন আবৃতিশিল্পী আবৃত্তি করেন। যন্ত্র সংযোগে থেকে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন মুহি সুমন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!