ভার্জিনিয়ায় ‘মা দিবস’ পালন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নানা আয়োজনে ‘মা দিবস’ পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 03:41 AM
Updated : 18 May 2017, 03:42 AM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ‘পিপল এনটেক’ ও ‘এশিয়ান টিভি ইউএসএ’র যৌথ উদ্যোগে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারাজানা ক্লারার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে মা দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ‘ভয়েস অব আমেরিকা’ রেডিও’র বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, পিপলএনটেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপ ও এশিয়ান টিভি ইউএসএ’র সিওও আরিফুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন
,
“আজকে আমি যেখানে  দাঁড়িয়ে আছি, তার পুরো কৃতিত্ব আমার মায়ের। ছোটবেলা থেকে মা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। কীভাবে অনেক প্রতিকূলতার মধ্যেও পরিবার নিয়ে সংগ্রাম করেছেন
,
একইসাথে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। মাকে নিয়ে আমি গর্ববোধ করি।”

পিপলএনটেক ইন্সটিটিউটের সিইও হানিপ বলেন, “আসলে মা, মাটি, মানুষ-এই তিনটাই শুরু হয় মা দিয়ে। মা আমাদের জীবনে অনেক ভূমিকায় জড়িয়ে থাকেন কিন্তু মায়ের ভূমিকা আর কেউ নিতে পারেন না। পিপল এন টেক সবসময় মা-বোন-মেয়েদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে আসছে।”

মা নিয়ে কথা বলেন বর্তমানে ফেডারেল ট্রেজারিতে কর্মরত পিপলএনটেকের সাবেক ছাত্র আবুবকর সরকার। এরপর বেশ কয়েকজন মা সন্তান হিসেবে এবং নিজে একজন মা হিসেবে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা সবাইকে বলেন।

অনুষ্ঠানে মা’কে শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি মিজানুর ভূঁইয়া এবং গান পরিবেশন করেন নাফিসা হানিপ।

পৃথিবীর সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছার নির্দশনস্বরূপ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো ‘আগামী’ নামে আরেকটি সংস্থার সাউথ ইস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা সুলতানা ও ক্রিয়েটিভ বাংলাদেশ শীর্ষক ‘ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!