ভেনিসে বাংলাদেশি শিশুদের বর্ণিল বনভোজন

ইতালির ভেনিসে মেস্ত্রে জিসি বাতিস্তা স্কুলের ফাইভ-সি ক্লাসের বাংলাদেশি শিশুরা তাদের সহপাঠীদের নিয়ে বনভোজন করেছে।

জাকির হোসেন সুমন, ইতালির ভেনিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 07:49 AM
Updated : 16 May 2017, 07:49 AM

স্থানীয় সময় রোববার সকালে ভেনিসের সানজুলিয়ানো পার্কে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এ বনভোজনের আয়োজন করা হয়।

ইতালিয়ান ও বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নানা মুখরোচক খাবারের ব্যবস্থা করা হয় বনভোজনে।

নানা দেশের, বর্ণের ও ভাষার শিশু এবং অভিভাবকরা সবাই উৎসব আর আনন্দে মেতে উঠেন।

বনভোজনে বিকেলের সাংস্কৃতিক পর্বে যৌথ ভাবে নাচ ও কৌতূকে মনোরঞ্জন করেন প্রবাসী বাংলাদেশি কাজী তানজিনা আক্তার, আলিসা ও ইতালিয়ান এলিয়ন। বাঁশি বাজিয়ে মুগ্ধ করে দেন বাংলাদেশি সাদিয়া।

গিটারের তালে গান গেয়ে অনুষ্ঠান আরো প্রাণবন্ত করে তোলেন ইতালিসহ বিভিন্ন দেশের শিশুরা। এছাড়া বিভিন্ন দেশের কবিতা পড়া ও নানা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন ছিল বনভোজনে।

বনভোজন শেষে পাঁচ বছর ধরে গাইড করে আসা শিক্ষক মিকেয়েলাকে তার ছাত্র-ছাত্রীরা নিজ নিজ ফটোসহ স্মৃতিচারণ করা লেখা উপহার দেয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!