ফ্রান্সের তুলুজ শহরে ইস্টার সানডে পালিত

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা ইস্টার সানডে পালন করেছেন।খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 12:08 PM
Updated : 19 April 2017, 12:08 PM

স্থানীয় সময় রোববার সকালে তুলুজ শহরের একটি হলে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় ।

ভিক্টর শেখর রোজারীওর সঞ্চালনায় ও আয়োজক সংগঠনের সভাপতি জোসেফ ডমেনিক কস্তার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন ইতালি থেকে আসা ফাদার বায়লেন চম্পু গং।

আলোচনা সভায় বক্তব্য দেন তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল আকম সেলিম, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজ সাধারণ সম্পাদক র্মাক রায়, উপদেষ্টা বুলবুল গোমেজ ও তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন তুলুজের স্থানীয় শিল্পী মেহেদী হাসান, ক্ষমা রায় ও জেমসসহ স্থানীয় শিশুশিল্পীরা ।