প্যারিসে ‘দুরন্ত শৈশবে বই আনন্দ’ প্রদর্শনী

ফ্রান্সের প্যারিসে ‘দুরন্ত শৈশবে বই আনন্দ’ শিরোনামে বাংলাদেশি আলোকচিত্রী ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 12:00 PM
Updated : 19 April 2017, 12:00 PM

স্থানীয় সময় সোমবার বিকেলে প্যারিসের পোর্ট দো পন্থার গির্জার হলে এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ওয়ালীউল্লাহ পুরষ্কারপ্রাপ্ত জার্মান প্রবাসী লেখক নাজমুন নেসা পিয়ারি ও বাংলাদেশ দূতাবাসের প্রধান চ্যান্সেরি হজরত আলী খান। 

প্রদর্শনীতে প্রধান অতিথি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

প্রদর্শনীতে প্রধান অতিথি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

প্রদর্শনীর উদ্বোধন করেন করেন প্যারিসে ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন নবীন সরকার ও নাজনীন তানিয়া।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন। অতিথি হিসেবে বক্তব্য দেন সেইন সেন্ট ডেনিস ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট স্টেফান ট্রুসেল, পরিচালক ও ফটো সাংবাদিক জন ফিলিপ পেরনো।

প্রদর্শনীতে প্রধান অতিথি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

এছাড়া বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মিয়া মোহাম্মদ জামিল, এনামুল হক, আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান রাহমান, সহ সভাপতি আশরাফুল ইসলাম, আব্দুল মোতালেব খান, জসিম উদ্দিন ফারুক, জনাব আজম খান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েছ, যুগ্ন সাধারণ সম্পাদক অপু আলম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সুমন ও প্যারিস নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান।

আলোচনা সভার শুরুতে ফ্রান্স বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শোনান।