জেদ্দায় মুজিবনগর দিবস পালিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

মোবারক হোসেন ভুঁইয়া, জেদ্দা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 12:34 PM
Updated : 18 April 2017, 12:34 PM

স্থানীয় সময় সোমবার সন্ধ্ব্যায় জেদ্দা কনস্যুলেটে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রথম সচিব মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় সভায় কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন উদ্বোধনি বক্তৃতা দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান কাউন্সিলর আলতাফ হোসেন ও কাউন্সিলর আজিজুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রম কাউন্সিলর মো. আমিনুল ইসলাম, কাউন্সিলর মাকসুদূর রহমান, কনসাল জহিরুল ইসলাম ও কনসাল কে এম সালাউদ্দিন ।

আলোচনা পর্ব শেষে মুজিবনগর সরকারের শপথ নেওয়া এবং প্রামান্যচিত্র ‘মুক্তির গান’ দেখানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!