সৌদি আরবে প্রবাসীদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক

সৌদি আরবে এবার বেসরকারি কর্মচারীরাও স্বাস্থ্যবীমার আওতায় আসায় বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা হয়েছে।

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2017, 08:34 AM
Updated : 14 April 2017, 08:34 AM

বৃহস্পতিবার দেশটির ‘দ্য কাউন্সিল অব কো-অপারেটিভ ইন্স্যুরেন্স’ (সিসিএইচআই) এ তথ্য নিশ্চিত করেছে।

সিসিএইচআই এর মহাসচিব মুহাম্মদ আল হুসেইন বলেন, “সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মচারীদের স্বাস্থ্যবীমার আওতায় আনা হচ্ছে। যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ২৫ জন বা তার কম কর্মী রয়েছেন তারাও এর আওতায় থাকবেন।”

বেসরকারি কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় আনবেন বলে জানান তিনি। কর্মচারীদের সন্তানরাও এই বীমা সুবিধা পাবেন। কর্মীদের ছেলের বয়স ২৫ বছরের  নিচে ও মেয়েরা বিয়ের আগ পর্যন্ত বীমা সুবিধা পাবেন।

যদি কোন প্রতিষ্ঠান তার কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় না আনেন সে প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবীমার আওতায় সব প্রবাসীকে শ্রেণি অনুযায়ী ফুল ফি বা ২০% ফি নেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!