ফ্লোরিডায় শেষ হলো ‘এশিয়ান ট্রেড ফেয়ার’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুইদিনব্যাপী 'এশিয়ান ট্রেড ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো' শেষ হয়েছে।

শিব্বীর আহমেদ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 11:11 AM
Updated : 20 March 2017, 11:11 AM

রোববার সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ড (এক্সপো) সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা’ আয়োজনে এই মেলার শেষদিনের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ১৪টি দেশের প্রায় তিনশ’ শিল্পী অংশ নেন। গান শোনান বাংলাদেশের শিল্পী বেবী নাজনীন ও ভারতের শিল্পি হারশি মা ছাড়াও উত্তর আমেরিকার শিল্পী রায়ান তাজ ও প্রমী তাজ, কনক ও সারেগামা ব্যান্ড ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- ফোবানা সভাপতি আজাদুল হক আজাদ, সাধারণ সম্পাদক এম মাওলা দিলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, ৩১তম ফোবানা স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, আহ্বায়ক এম রহমান জহির, স্বাগতিক কমিটির উপদেষ্টা ও ফোবানা কেন্দ্রিয় কমিটির প্রাক্তন সভাপতি আতিকুর রহমান।

ফ্লোরিডার মায়ামি শহরে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী ৩১তম ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান অতিথিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!