সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে পুরস্কার পেলো শিশুরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিশুদের পুরস্কার দিয়েছে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন।

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:17 PM
Updated : 19 March 2017, 01:26 PM

শনিবার দেশটির রাজধানী সিঙ্গাপুর সিটির বাংলাদেশ হাই কমিশনের চতুর্থ তলায় দিবসটি পালন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার হাতে উপহার বই তুলে দেন রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী।

এর আগে অনুষ্ঠানে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কণ, কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অংশ নেয়।

বক্তৃতায় শিশুরা বাংলাদেশ ও বঙ্গবন্ধুর জন্মকথা, প্রবাসের মাটিতে স্বদেশপ্রেম ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে।

চিত্রাঙ্কনে ছিল বাংলাদেশের মানচিত্র, বঙ্গবন্ধুর ছবি, বায়ান্নের ভাষা সংগ্রাম ও গ্রাম বাংলার চিরাচরিত রূপ।

আবৃতিতে ছিল ‘বাঙালি একটি ফিনিক্স পাখি’, ‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাউন্সিলর সামিয়া হালিম ও ফারুক হোসেন। স্থানীয় বাঙালি কমিউনিটির মিথুন সাহা, মো. সাহিদুজ্জামান ও পিএসসির সাবেক চেয়ারম্যান একরাম আহমেদ বক্তৃতা করেন।