আবুধাবির বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 10:52 AM
Updated : 18 March 2017, 02:26 PM

স্থানীয় সময় শুক্রবার সকালে আবুধাবির দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- দূতাবাস মন্ত্রী ইকবাল হোসেন চৌধুরী, কাউন্সিলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী, কাউন্সিলর (শ্রম) আরমান উল্লাহ চৌধুরী, শ্রম সচিব এ কে এম মকসুদ আলী, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হক ও শ্রমিক-কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ রেজা।

আলোচনা সভায় বক্তব্য দেন- বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, আরব আমিরাত জনতা ব্যাংক মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ ব্মিানের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমদ চৌধুরী, বংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও নাছির তালুকদার।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!