জঙ্গি দমন নিয়ে কাতার প্রবাসীদের সভা

বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের করণীয় নিয়ে আলোচনা সভা করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস।

সন্দ্বীপ, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2016, 07:51 PM
Updated : 2 August 2016, 07:51 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা আল হেলালে বাংলাদেশ দূতাবাসে এই আলোচনা সভা হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব নাজমুল হকসহ কাতার প্রবাসী আওয়ামী লীগ ও কমিউনিটির নেতারা।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে কাতার প্রবাসীদের বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাই হতে পারে না।”

বাংলাদেশে আইএস বলে কিছু না থাকলেও তাদের এজেন্ট হিসেবে জামায়াত-শিবির জঙ্গিবাদী ও সন্ত্রাসী কমকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তাদের কয়েকজন।