ওয়াশিংটনে ফোবানা সম্মেলনের প্রস্তুতিসভা

ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩০তম বাংলাদেশ সম্মেলনের প্রস্তুতিসভা  অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 09:41 AM
Updated : 19 July 2016, 09:44 AM

শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনের মেরিল্যান্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর শেষ মুহূর্তের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি সম্মেলন সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার পাঁচ হাজার প্রবাসী, মূলধারার রাজনীতিক, যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিনিধি, খ্যাতনামা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, জনপ্রিয় শিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

“ওয়াশিংটনের মাটিতে ফোবানার জন্ম হয়েছে। ৩০ বছর পর সেই ফোবানা আবারও ওয়াশিংটনে ফিরে এসেছে। সম্মেলন সফল করতে পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে”, বলেন মোহাম্মদ আলমগীর।

প্রস্তুতিসভায় সম্মেলনের আহ্বায়ক এটিএম আলম বলেন, ফোবানা সম্মেলনকে ঘিরে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

“সেমিনার, সায়েন্স ফেয়ার, প্যারেড, ম্যারাথন, ইয়ুথ ফোরাম, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনীসহ নানা ধরণের আয়োজন নিয়ে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।”

সভায় সাব কমিটির চেয়ারম্যানরা তাদের কাজের অগ্রগতির বিবরণ তুলে ধরেন।

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব নুরল আমিন, লিয়াঁজো কমিটির চেয়ারম্যান আকতার হোসাইন, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আবু রুমি, স্যুভেনির কমিটির চেয়ারম্যান আনিস আহমেদ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাইম রহমান, সেমিনার কমিটির চেয়ারম্যান ড. ফাইজুল ইসলাম, হোটেল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও চিফ কো-অর্ডিনেটর করিম সালাউদ্দীন, রেজিষ্ট্রেশন কমিটির চেয়ারম্যান রেদোয়ান চৌধুরী, সায়েন্স ফেয়ার কমিটির চেয়ারম্যান গোলাম মাওলা, ফাইন্যান্স সাব কমিটির উপদেষ্টা কবির পাটোয়ারী, সাংস্কৃতিক সাব কমিটির সদস্য পারভীন পাটোয়ারী সভায় উপস্থিত ছিলেন।