জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে এদিন সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এক শোভাযাত্রা দিয়ে আয়োজন শুরু হবে বলে উৎসবের আহ্বায়ক হাসান ফেরদৌস জানিয়েছেন।
চলতি বছর নিউ ইয়র্কে বাংলা বইমেলার ২৫তম আসর উপলক্ষে ‘মুক্তধারা-চ্যানেল আই সাহিত্য পুরস্কার’ দেওয়া হবে বলেও জানান তিনি।
“বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে, যার মূল্যমান দুই লাখ টাকা।”
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। মেলায় সেরা প্রকাশক নির্বাচন করবেন উপস্থিত দুই বাংলার সেরা লেখকরা।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক আনিসুল হক, অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজমদার, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ছড়াকার আমীরুল ইসলাম, কবি সৈয়দ আল ফারুক, শব্দঘর পত্রিকার সম্পাদক মোহিত কামাল ও কবি গুলতেকিন খান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
থাকার কথা রয়েছে শিল্পী ফেরদৌস আরা, সুজিত মোস্তফা, কমলিনী মুখোপাধ্যায় ও নাহিদ নাজিয়ারও।
কলকাতার লেখকদের মধ্যে উৎসবে অংশ নেবেন কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কবি বীথি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী, ত্রিদিব কুমার চ্যাটার্জী ও সম্পর্ক প্রকাশনার পরিচালক ড. সুনন্দন রায় চৌধুরী।
জার্মানি থেকে এসেছেন নাজমুন নেসা পিয়ারী; লন্ডন থেকে চিত্তরঞ্জন দাস; কানাডা থেকে যোগ দিচ্ছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, ইকবাল হাসান, মুস্তফা চৌধুরী, মাহফুজুল বারী, জসিম মল্লিক, শিল্পী শিখা আহমাদ, ফারহানা শান্তা ও শেখর গোমেজ।