ছাত্রীর সঙ্গে যৌন অসদাচরণ: নিউ ইয়র্কে বাংলাদেশি মুয়াজ্জিন গ্রেপ্তার
নিউ ইয়র্ক প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2016 11:16 AM BdST Updated: 11 Feb 2016 11:16 AM BdST
-
নিউ ইয়র্কের আবু হুরায়রা মসজিদ।
ধর্ম শিখতে আসা নয়বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে নিউ ইয়র্কের এক মসজিদের বাংলাদেশি মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ রানা (৪৬) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাছে আবু হুরায়রা মসজিদের মুয়াজ্জিনের চাকরির পাশাপাশি স্থানীয় শিশুদের আরবি ও ইসলাম ধর্মের শিক্ষা দিয়ে আসছিলেন।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিশুটি গত মঙ্গলবার তার স্কুলের অ্যাসেম্বলির সময় ‘গুড টাচ/ব্যাড টাচ’ শিরোনামে একটি পাপেট শো দেখে তার আরবি শিক্ষকের অসদাচরণের বিষয়টি বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
এরপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কুইন্স শিশু নির্যাতন স্কোয়াড তদন্তের দায়িত্ব নেয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওইদিনই রানাকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুর ওপর যৌন নিপীড়ন ও নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
২৫ হাজার ডলারের মুচলেকায় পরদিন রানার জামিন হলেও নগদ অর্থ সংগ্রহ করতে না পারায় তার মুক্তি হয়নি বলে স্বজনরা জানিয়েছেন।
পরবর্তী শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করার কথা রয়েছে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তি মসজিদে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা দেওয়ার নামে তার ওপর অর্পিত দায়িত্বের অপব্যবহার করেছেন, শিক্ষকতার পবিত্র দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা গুরুতর অপরাধ।”
রানা গত সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময়ে ক্লাস চলাকালে শিশুটির গায়ে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন অসদাচরণ করে আসছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে মোহাম্মদ রানার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
স্কুল ছুটির পর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই মসজিদে শিশু-কিশোরদের আরবি ও ধর্ম শিক্ষার ক্লাস নেওয়া হয়।
মসজিদের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগকারী শিশুর মা গত বুধবার বিষয়টি মসজিদের ইমামকে জানালে, তাৎক্ষণিকভাবে রানাকে শিক্ষকতার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
মুয়াজ্জিন রানার মতো ওই শিশুটির বাবা-মাও প্রবাসী বাংলাদেশি।
-
নিউ ইয়র্কে জিনাতের মৃত্যু: পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের সন্দেহ
-
সিডনিতে পিঠা উৎসব ঘিরে প্রবাসীদের প্রস্তুতি
-
প্যাটারসনে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ হলেন বাংলাদেশি ফরিদউদ্দিন
-
লন্ডনে প্রবাসীদের বৈশাখী উৎসব ও পিঠা মেলা
-
‘উন্নয়ন প্রচারে’ প্রবাসীদের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
-
ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভা
-
নিউ ইয়র্কে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্র প্রদর্শনী
-
যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন ৭ প্রবাসী
-
নিউ ইয়র্কে জিনাতের মৃত্যু: পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের সন্দেহ
-
সিডনিতে পিঠা উৎসব ঘিরে প্রবাসীদের প্রস্তুতি
-
প্যাটারসনে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ হলেন বাংলাদেশি ফরিদউদ্দিন
-
লন্ডনে প্রবাসীদের বৈশাখী উৎসব ও পিঠা মেলা
-
ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভা
-
‘উন্নয়ন প্রচারে’ প্রবাসীদের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘মেসি-নেইমারকে বদলে কাকে পেতে চান?’
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?