নিউ ইয়র্কে স্বাধীন বাংলা বেতারের চার শিল্পীর সঙ্গীতানুষ্ঠান

মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চার শিল্পীকে নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান হতে যাচ্ছে নিউ ইয়র্কে।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2015, 08:16 AM
Updated : 12 Nov 2015, 09:41 AM

বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর নিউ ইয়র্কের কুইন্স প্যালেস মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

৯ নভেম্বর জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষক ও সমাজকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন এ ঘোষণা দেন ।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের এই চার শিল্পী হলেন- রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া, শহীদ হাসান ও মঞ্জুর আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী। 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গানের পাশাপাশি শিল্পীরা স্মৃতিচারণমূলক আলোচনায়ও অংশ নেবেন। চারজনকে সম্মাননা দেওয়া হবে বলেও জানান আনোয়ার হোসেন।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com