লিসবনে ‘মুহাম্মদ ইউনূসের প্রতি খোলা চিঠি’ শিরোনামে একটি অনুষ্ঠানে এ দাবি তোলেন তারা।
Published : 30 Sep 2024, 05:12 PM
ঢাকায় পর্তুগালের দূতাবাস স্থাপনে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
রোববার সন্ধ্যায় রাজধানী লিসবনে ‘মুহাম্মদ ইউনূসের প্রতি খোলা চিঠি’ শিরোনামে একটি অনুষ্ঠানে এ দাবি তোলেন তারা।
আয়োজকদের অন্যতম আব্দুল হাকিম মিনহাজ বলেন, “বাংলাদেশে পর্তুগালের দূতাবাস বা কনস্যুলার অফিস না থাকায় ৫০ হাজারেরও বেশি প্রবাসীকে দিল্লি যেতে হয়, সেখানে তাদের স্বজন ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি দেশটিতে সরাসরি ফ্লাইট না থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ।”
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, “গত সরকারের আমলে তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পর্তুগাল সফর এবং প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের দূতাবাস স্থাপনের ব্যাপারে আলোচনা হয়। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবায়ন করা হয়নি। কী অগ্রগতি আছে তাও প্রবাসীদের জানা নেই। বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না হলেও অন্তত কনস্যুলার অফিস স্থাপন করা জরুরি।”
বাংলাদেশি ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম বলেন, “ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশে পর্তুগালের দূতাবাস স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের ব্যবসায়ীদের কিছু দায়িত্ব পালন করতে হবে যেন পর্তুগালে সরকারের কাছে এটির গুরুত্ব বাড়ে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় দূতাবাস স্থাপন ‘সম্ভব’ মনে করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ।
তিনি বলেন, “বাংলাদেশে পর্তুগালের দূতাবাস বা কনস্যুলার অফিস স্থাপন পর্তুগাল প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। মুহাম্মদ ইউনূস এ বিষয়ে উদ্যোগ নিলে এটি অবশ্যই বাস্তবায়ন হতে পারে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, এস এম আজাদ, শহীদ আহমদ প্রিন্স, মুহাম্মাদ আবদুর রহিম, মোহাম্মদ রফিক উদ্দীন, নয়ন দেব, নাজমুল হাসান, ফয়ছল আহমদ, আবুল হোসাইন, আব্দুল গফফার, সিরাজুল হক শিপন, নিজামুর রহমান টিপু, ফয়জুর রহমান, মো. রুহুল আমীন ও মো. হারুন অর রশিদ।