দলের সভাপতির ‘সুস্বাস্থ্য’ কামনা করে দোয়া মাহফিল করেন তারা।
Published : 29 Sep 2024, 10:16 AM
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছে কুয়েত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো।
স্থানীয় সময় শনিবার রাতে কুয়েত সিটির এক রেস্তোরাঁয় দিনটি উপলক্ষ্যে নানা আয়োজন করেন তারা।
শাহ নেওয়াজ নজরুল ও শামছুল হকের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি সিকান্দার আলী।
দলের সভাপতির ‘সুস্বাস্থ্য’ কামনা করে তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের শাসনামল বাংলাদেশের আপামর জনসাধারণ আজীবন মনে রাখবে। আওয়ামী লীগের দুর্দিনে ত্যাগী নেতা-কর্মীরা আওয়ামী লীগকে কখনো ভুলবে না। দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না।”
নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ আজিজ, আলীম উদ্দিন, ফয়েজ কামাল, আব্দুল হাই মামুন, মুরাদুল হক চৌধুরী, আব্দুল হাই ভুইয়া, বাহার উদ্দিন, আব্দুল খালেক, রোকনুজ্জামান পিদু, সুরুক মিয়া, আলা উদ্দিন আলা, লাক মিয়া, এনামুল কবির ও নজরুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কোরান থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল।