গাজীপুর জেলার মির্জাপুরের রঘুনাথপুরে বন বিভাগের এই সম্পত্তি দেখার কেউ নেই, যদিও একটি কার্যালয় এখানে আছে। কিন্তু এই কার্যালয়টি এখন পুরোপুরি অকার্যকর। বিস্তারিত জানিয়েছে প্রিজমের ১৬ বছর বয়সী মো. শাকিল হাসান জনি।
Published : 22 Mar 2016, 07:41 PM
এটি (বন বিভাগের) সরকারি জায়গা হলেও সবাই তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে।সরকার থেকে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে যার যার মতো জিনিসপত্র নিয়ে যাচ্ছে।এখান থেকে টিন অথবা কাঠ নিয়ে যাচ্ছে।