ঢাকা উত্তরে বিজয়ী কাউন্সিলরদের অধিকাংশই আ. লীগ সমর্থিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র নির্বাচিত হওয়ার পাশাপাশি অধিকাংশ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদেও বিজয়ী হয়েছেন সরকার সমর্থিতরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2015, 01:21 PM
Updated : 29 April 2015, 02:19 PM

এই সিটি কর্পোরেশনের মোট ৩৬টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২১টিতেই বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল সমর্থিতরা।

আওয়ামী লীগের বিদ্রোহী ১২ জন এবং একজন করে বিএনপি, জাতীয় পার্টি ও নির্দলীয় কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম রাত সোয়া ৩টা থেকে খণ্ড খণ্ডভাবে বিজয়ী কাউন্সিলরদের নাম নাম ঘোষণা শুরু করেন।

বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত সাধারণ কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আফছার উদ্দিন খান, ৩ নম্বরে কাজী জহিরুল ইসলাম মানিক, ৪ নম্বরে জামাল মোস্তফা, ৫ নম্বরে আবদুর রউফ নান্নু, ৬ নম্বরে হাজি রজ্জব হোসেন, ৭ নম্বরে মোবাশ্বের চৌধুরী, ৮ নম্বরে কাজী টিপু সুলতান, ১০ নম্বরে আবু তাহের, ১৭ নম্বরে জিন্নাত আলী, ১৮ নম্বরে জাকির হোসেন, ১৯ নম্বরে মফিজুর রহমান।

আরও জয় পেয়েছেন- ২১ নম্বরে মো. ওসমান গনি, ২২ নম্বরে লিয়াকত আলী, ২৪ নম্বরে মো. সফিউল্লা সফি, ২৫ নম্বরে শেখ মুজিবুর রহমান, ২৬ নম্বরে শামীম হাসান, ২৭ নম্বরে ফরিদুর রহমান খান ইরান, ২৮ নম্বরে ফোরকান হোসেন, ৩২ নম্বরে হাবিবুর রহমান মিজান, ৩৪ নম্বরে আবু তাহের খান এবং ৩৬ নম্বর ওয়ার্ডে তৈমুর রেজা খোকন।

আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ীরা হলেন- ৯ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন, ১১ নম্বরে দেওয়ান আবদুল মান্নান, ১২ নম্বরে মোহাম্মদ ইকবাল হোসেন তিতু, ১৩ নম্বরে হারুন অর রশিদ মিঠু, ১৪ নম্বরে হুমায়ুন রশিদ জনি, ১৫ নম্বরে সালেক মোল্লা, ১৬ নম্বরে মতিউর রহমান মোল্লা, ২০ নম্বরে মো. নাছির, ২৩ নম্বরে মোশতাক আহমেদ, ২৯ নম্বরে নুরুল ইসলাম রতন, ৩০ নম্বরে আবুল হাসেম হাসু ও ৩৩ নম্বরে তারেকুজ্জামান রাজীব।

বিএনপির সমর্থন পাওয়া একমাত্র বিজয়ী হলেন ২ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন।

জাতীয় পার্টির সমর্থন পেয়ে ৩১ নম্বর ওয়ার্ডে বিজয়ী শফিকুল ইসলাম সেন্টু। আর নির্দলীয় হিসেবে বিজয়ী হয়েছেন ৩৫ নম্বর ওয়ার্ডে ফয়জুল মনির চৌধুরী।

সকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর নাম ঘোষণা করা হলেও ১২টি সংরিক্ষত কাউন্সিলর পদের মধ্যে ১০টির ফল পাওয়া গেছে, যার মধ্যে সাতজনই আওয়ামী লীগের সমর্থন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।

এরা হলেন- সংরক্ষিত-১ (১, ১৭, ১৮) শাহনাজ পারভীন মিতু, সংরক্ষিত ৪ (৬, ৭, ৮) রাশিদা আক্তার ঝর্ণা, সংরক্ষিত-৫ (৯, ১০, ১১) রাজিয়া সুলতানা ইতি, সংরক্ষিত-৭ (১৯, ২০, ২১) খালেদা বাহার বিউটি, সংরক্ষিত-৯ (২৪, ২৫, ৩৫) নাজমুন নাহার হেলেন, সংরক্ষিত-১০ (২৬, ২৭, ২৮) শামীমা রহমান এবং সংরক্ষিত-১২ (৩১, ৩৩ ও ৩৪) এ সারওয়ার ডেইজি ।

বিএনপি সমর্থিত একমাত্র বিজয়ী হলেন সংরক্ষিত-৩ (২,৩ ও ৫) এ মেহেরুন নিছা হক।

আর নির্দলীয় হিসাবে সংরক্ষিত-৮ (২২, ২৩ ও ৩৬) এ আমেনা বেগম এবং সংরক্ষিত-১১ (২৯, ৩০, ৩২) এ কাওছার জাহান নির্বাচিত হয়েছেন।