আগের দিন পুলিশের ছোড়া পেপার স্প্রের কারণে খালেদা জিয়া শ্বাস কষ্টে ভুগছেন বলে বিএনপি জানিয়েছেন।
Published : 06 Jan 2015, 08:10 PM
গুলশানে যে কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, মঙ্গলবার রাতে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে তার প্রেসসচিব মারুফ কামাল খান একথা জানান।
‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে সোমবার বিকালে ওই কার্যালয় থেকে বের হতে গিয়ে পুলিশের বাধায় বিফল হন খালেদা। তখন তার সঙ্গী মহিলা দলের নেত্রীদের দিকে পেপার স্প্রে ছোড়ে পুলিশ।
মারুফ কামাল বলেন, “এরপর থেকে তিনি অসুস্থবোধ করছেন। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। ঘন ঘন কাশি হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে।
“এছাড়া বমি বমি ভাব রয়েছে। আজ দুইবার তিনি বমি করেছেন। শরীরের ব্যথা ও জ্বালা-পোড়া হচ্ছে। আছে মাথা ব্যথাও।”
আগের দিন পেপার স্প্রে ছোড়ার পর কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খালেদাকে নাক-চোখ মুছতে দেখা গিয়েছিল। এরপর দুজন চিকিৎসক খালেদাকে গিয়ে দেখে আসেন।
প্রেসসচিব জানান, শ্বাসকষ্টের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসনকে নেবুলাইজার দেওয়া হচ্ছে। মঙ্গলবারও বিশেষজ্ঞ চিকিৎসক এসে তাকে দেখে গেছেন।
মারুফ কামালের এই প্রেস ব্রিফিংয়ে গুলশানের কার্যালয়ের ভেতরে যে ক’জন সাংবাদিক ছিলেন, তারাই যোগ দিতে পেরেছিলেন। বাইরে থেকে কোনো সাংবাদিককে পুলিশ ঢুকতে দেয়নি। কার্যালয়ের ফটকে এখনও পুলিশের দুটি তালা ঝুলছে।
সোমবার কার্যালয়ের নিচে খালেদা জিয়া
মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে পুলিশ
মারুফ কামাল বলেন, “সরকারের তরফ থেকে এখনও বলা হচ্ছে- বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার ব্যবস্থা করেছে। কিন্তু তিন বারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার গাড়ির ওপর যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেপার স্প্রে ছুড়েছে, তাতে তার দৈহিক ও মানসিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।”
মারুফ কামালের সঙ্গে ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল কাইয়ুম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামসুল আল আমীন ডিউ উপস্থিত ছিলেন।