খালেদার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের খবর ভুয়া: বিএনপি

খালেদা জিয়ার সঙ্গে সরকারি একদল কর্মকর্তার বৈঠকের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2014, 07:00 PM
Updated : 4 Dec 2014, 07:09 PM

বৃহস্পতিবার রাতে কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বৈঠক চলার খবর প্রচারিত ও প্রকাশিত হয়, যাতে প্রশাসনের একদল কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়।

তা দেখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, এই খবরটি আদৌ সত্য নয়, এর কোনো সত্যতা নেই।

“সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদটি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে।”

এই সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করা হয় বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানের স্বাক্ষরে পাঠানো ওই বিবৃতিতে।

ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার গুলশানে খালেদার কার্যালয়ে কোনো বৈঠকের খবর সংবাদ মাধ্যমে জানানো হয়নি। কোনো বৈঠকের সূচি ছিল না বলেও কার্যালয়ের কর্মকর্তারা জানান।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক কয়েকজন আমলাকে রাতে তার কার্যালয়ে দেখা গেছে। তবে তারা সবাই অবসরপ্রাপ্ত সরকরি কর্মকর্তা।

খালেদা জিয়া রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গুলশানের ওই কার্যালয়ে ছিলেন।

ওই কার্যালয় থেকে বের হওয়ার সময় ফখরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো সরকারি কর্মকর্তাই বৈঠকে ছিলেন না।

এই প্রসঙ্গে তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অনেকেই সাবেক সচিব।