এমপি বদি কারামুক্ত

দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 05:04 PM
Updated : 30 Oct 2014, 05:04 PM

ঢাকার আদালত কারাগারে পাঠানোর পর আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে মুক্তি পান তিনি।

ফাইল ছবি

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে পৌঁছে। বিকালে তাকে (বদি) মুক্তি দেওয়া হয়।”

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের এই মামলায় গত ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন বদি। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।

এরপর হাই কোর্ট থেকে জামিন নেন বদি।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দিয়েছেন এবং সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তবে ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।