ফেইসবুকে ঘুরছে প্রধানমন্ত্রীর আঁকা নদীতীর

নদী তীরঘেঁষা শান্ত এক গ্রামের ছবির ঠিক কোণায় ‘হাসিনা ৯৪’ স্বাক্ষরটি ঘুরছে ফেইসবুকে।

রিয়াজুল বাশার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2014, 04:15 PM
Updated : 11 June 2014, 04:15 PM

গ্রাম বাংলার চিরায়ত ছবিটি একেঁছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তখনো তিনি প্রধানমন্ত্রী হননি। ২০ বছর আগের আঁকা ছবিটি প্রকাশ্যে এনেছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

বুধবার ফেইসবুকে চিত্রকর্মটি প্রকাশ করেন তিনি। তার পরপরই ফেইসবুকে এই ছবিটি বহুজন শেয়ার করে।

বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৪ সালে এই ছবিটি আমি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের বাসায় দেখেছিলাম। সেখান থেকেই আমি ছবিটি তুলেছিলাম।

“আজকে পুরনো অ্যালবাম দেখার সময় ছবিটি আমার চোখে পড়লো এবং তারপর ফেইসবুকে দিলাম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের ছাত্রী শেখ হাসিনা একসময় ছবি আঁকতেন বলে তার একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন।

বিপু বলেন, “ছবি আঁকার প্রতি তার বিরাট আগ্রহ আছে। তবে এখন আঁকেন কিনা জানি না। তবে তিনি ফটোগ্রাফি করেন। ছবি তোলেন এবং তার কালার সেন্স অসাধারণ। যখন তিনি ছবির রং নিয়ে কথা বলেন তখন বোঝাই যায় যে, ছবির নিয়ে ভাবেন তিনি।”    

প্রধানমন্ত্রীর চিত্রকর্মের বিপুল সংগ্রহ আছে জানিয়ে বিপু আরো বলেন, “দেশি বিদেশি প্রচুর ছবি গণভবনে গেলে দেখা যায়।

“চিত্রকরদের প্রতি তার বিরাট একটা দুর্বলতা আছে, বিশেষ করে যারা ছবি আঁকেন তাদের প্রতি।”