‘র্যাব বিলুপ্তি নয়, বিকল্প চিন্তা থাকলে বলুন’
নিজস্ব প্রতিবেদক,
Published: 15 May 2014 06:49 PM BdST Updated: 15 May 2014 10:41 PM BdST
র্যাব বিলুপ্তির দাবি নাকচ করে অপরাধ ও সন্ত্রাস দমনে বিকল্প কোনো প্রস্তাব থাকলে তা তুলে ধরতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
Related Stories
একই সঙ্গে র্যাব আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত র্যাবের এক হাজার ৯৪৯ জন সদস্যকে বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত করাসহ বিভিন্ন ধরনের শাস্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলেনে তথ্যমন্ত্রী এসব বলেন।
নারায়ণগঞ্জের সাত খুনে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত ১১ মে রাজধানীতে বিএনপির ‘নিখোঁজ’ এক নেতার বাড়িতে প্রথম এই বাহিনীর বিলুপ্তি চেয়ে প্রয়োজনে পুলিশের মধ্য থেকে এলিট বাহিনী গড়ার দাবি তোলেন বিএনপি নেত্রী।
পরে নারায়ণগঞ্জে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েও এই দাবি জানান তিনি।
খালেদা জিয়ার এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যমূলক অভিহিত করে তার সমালোচনা করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা।
সংবাদ সম্মেলনে একই ধরনের মন্তব্য করে খালেদা জিয়ার আমলে র্যাব প্রতিষ্ঠিত হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে ইনু বলেন, “তখন র্যাব যুক্তিপূর্ণ ছিল আর এখন যুক্তিপূর্ণ না? বিকল্প প্রস্তাব কী? প্রস্তাব থাকলে দেন।”
এলিট ফোর্স কি দরকার নেই প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, “র্যাবের কোনো সদস্য আইন ভঙ্গ করলে তাদের চিহ্নিত করে বিচারিক ও আইনগত ব্যবস্থা নেয়া হয়।”
র্যাব, পুলিশ ও সশস্ত্র বাহিনী আইনানুগভাবে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে উল্লেখ করে ইনু বলেন, “হুট করে খালেদা জিয়ার র্যাব বাতিলের প্রস্তাব হঠকারী, রাজনৈতিক উদ্দেশ্যমূলক এবং উস্কানি ও চক্রান্তমূলক। আশা করছি তিনি সমাধানের প্রস্তাব দিয়ে তার র্যাব বিলুপ্তির প্রস্তাব প্রত্যাখ্যান করবেন।
“সমস্যা হলে সমাধান দেবেন। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।”
পুলিশ, নির্বাচন কশিমন, জনপ্রশাসন ও উচ্চ আদালতকে দলীয়করণ করা হয়েছে বলে খালেদার অভিযোগ সম্পর্কে ইনু বলেন, রাষ্ট্রের যত শাখা, প্রতিষ্ঠান আছে সবগুলোকে দলীয় চিহ্নিত করে তিনি এগুলোর খোলস বদলে দেয়ার চেষ্টা করছেন।
“তিনি কোনো প্রতিষ্ঠানই রাখতে চাচ্ছেন না। সব কিছুকে ভেঙে দিয়ে রাষ্ট্রকে নিরাপত্তাহীন করতে চাচ্ছেন। তার প্রলাপ পাগলের মতো।”
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই র্যাবের হাতে বেশি মানুষ নিহত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির পাঁচ বছরে ৩৭৩ এবং গত আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের হাতে ২৭৮ জন নিহত হয়েছে।
অপরাধ দমনে র্যাবের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
-
কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
-
সভায় মারধর: ঢাকার কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
-
আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার
-
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির স্বাক্ষর
-
‘টক কথা আর কত, মিষ্টি কথাও বলেন’
-
বিএনপির নেতৃত্ব কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
-
অর্থনীতিতে ‘অশনি সংকেত’ দেখছে বিএনপি
-
কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
-
আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার
-
সভায় মারধর: ঢাকার কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
-
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির স্বাক্ষর
-
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-
‘টক কথা আর কত, মিষ্টি কথাও বলেন’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি