জীবনের শেষ দিন পর্যন্ত রওশনই কাণ্ডারী: এরশাদ

দ্বন্দ্ব নয়, শারীরিক দিক বিবেচনা করেই স্ত্রী রওশন এরশাদ রাজনীতিতে ভবিষ্যতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2014, 02:02 PM
Updated : 18 Jan 2016, 06:01 PM

তিনি বলেছেন, “এনিয়ে অন্য কিছু ভাববার অবকাশ নেই। রওশনের সঙ্গে আমার কোনো বিভেদ নেই। তিনি আমার সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন।

“আমি যখন কারাগারে ছিলাম, তখন কাণ্ডারী হয়ে দলের হাল ধরেছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত আমার কাণ্ডারী হয়ে থাকবেন রওশন।”

তিন দিনের জন্য রংপুরে এসে শনিবার নিজের বাড়ি পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ একথা বলেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন বলেও মনে করেন দলের চেয়ারম্যান এরশাদ।

নানা নাটকীয়তার মধ্যে জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার পর বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়া রওশন বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এরশাদকে পাশে রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

দশম সংসদ নির্বাচনের আগে আকস্মিকভাবেই আলোচনার কেন্দ্রে আসেন রওশন। বিএনপির বর্জনের প্রেক্ষাপটে কয়েকবার সিদ্ধান্ত বদলে এরশাদও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন।

অন্যদিকে রওশনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি, ভোটের পর সংসদে বিরোধীদলীয় নেতা হন তিনি। পুরো ঘটনা এরশাদের অনুপস্থিতিতে ঘটলেও রওশন বলেছিলেন, এরশাদের সম্মতিতেই সব হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে এরশাদ শনিবার বলেন, “এক বিশেষ পরিস্থিতির কারণে নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম।”

তিস্তার পানি সঙ্কট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। পানির ন্যায্য হিস্যা আমাদের প্রাপ্য। পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুপ্রক্রিয়ার সৃষ্টি করা দুঃখজনক।

“তবে এনিয়ে সরকারের তরফ থেকে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই পানি পেয়ে যাব।”

জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির দাবি প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি হলে তাদের কী লাভ হবে, বুঝতে পারছি না। এনিয়ে বিতর্কে যেতে চাই না। তবে প্রকৃত ইতিহাসকে মেনে নিতে হবে।”

আগামী নির্বাচনে আরো গোছালোভাবে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানান তিনি।

“সামনে নির্বাচন হবে। সে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। সে লক্ষ্যে দল গোছানো হচ্ছে। আগামী নির্বাচনে রংপুর অঞ্চলের সকল আসন আমরা পুনরুদ্ধার করব।”