আমরাই তো বিরোধী দল: তাজুল

বিএনপিবিহীন সংসদে বিরোধী দল নেই বলে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন জাতীয় পার্টির তাজুল ইসলাম চৌধুরী।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2014, 02:57 PM
Updated : 2 March 2014, 02:57 PM

রোববার সংসদে অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়িয়ে তিনি রাজবাড়ীর জনসভায় শনিবার দেয়া বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “সংসদে বিরোধী দল আছে, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি।

“কিভাবে পয়েন্ট অব অর্ডার তুলতে হয়, কেন ওয়াক আউট করতে হয়, আমরা তা জানি। নির্বাচনে অংশ না নিয়ে এ ধরনের কথা বলা সঠিক নয়।”

দশম সংসদে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির সরকারে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করে খালেদা বলেছিলেন, ‘তথাকথিত সংসদে’ কোনো বিরোধী দল নেই।

দশম সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল নবম সংসদের বিরোধী দল বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

“কথায় কথায় সংসদ বর্জন করেছে বিএনপি। শুধু বেতন-ভাতা নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে আমরা চাই না।”

“উনি যেভাবে কটাক্ষ করেছেন,  ক’দিন পার্লামেন্টে এসেছিলেন, পার্লামেন্টে বসেছিলেন? যখন প্রধানমন্ত্রী হতে পারেননি, সংসদ বর্জন করেছেন। সংসদে যে ভাষায় কথা হয়েছে, তা সত্যি দুঃখজনক।”

সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জাতীয় পার্টি নেতা বলেন, তারা ‘ভুল’ বুঝতে পেরে তা সংশোধনের চেষ্টা করছে।

আগামীতে সংসদে আসতে বিএনপিকে পাঁচ বছর অপেক্ষা করতে বলেছেন বিরোধী দলের প্রধান হুইপ।