ঢাকার সাংসদ দিপুর মৃত্যু

ঢাকার সংসদ সদস্য মিজানুর রহমান খান দিপু মারা গেছেন।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2013, 03:04 AM
Updated : 21 Dec 2013, 10:41 AM

মস্তিষ্কে রক্তক্ষরণে শনিবার ভোররাতে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে বলে তার সহকারী আবু আহমেদ লিপু জানিয়েছেন।

৪৯ বছর বয়সী দিপু ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির সাদেক হোসেন খোকাকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 

আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সংসদ সদস্যকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

দিপুর বাড়ি পুরান ঢাকায়, তবে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি উত্তরায় থাকতেন। লাশ উত্তরার বাড়িতে নেয়া হয়েছে বলে আবু আহমেদ জানিয়েছেন।

সাংসদ দিপুর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক জানিয়ে বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল রাজনীতিককে হারাল।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলীও সাংসদ দিপুর মৃত্যুতে শোক জানিয়েছেন।

দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিপুর জানাজা হয়, এতে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতারা অংশ নেন।

সংসদ ভবনে দিপুর কফিনে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির পক্ষ থেকেও ফুল দেয়া হয়।

দিপুর জন্ম ১৯৬৪ সালের ৮ নভেম্বর কুলুটোলার তনুগঞ্জ লেনে। তারা বাবা নজরুল ইসলাম খান ও মা হাসনা ইসলাম। 

শিপিং ব্যবসায়ী দিপু ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। ফরাশগঞ্জ ও শেখ রাসেল ফুটবল স্ট্যান্ডিং কমিটির সদস্য দিপু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।