জোটের ৩ দলকে নৌকা দিচ্ছে আ. লীগ

বিরোধী দলের অনড় অবস্থান এবং জাতীয় পার্টি প্রধানের নানা নাটকীয়তার মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে জোটভুক্ত তিন দলকে নৌকা প্রতীক দিচ্ছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2013, 11:26 AM
Updated : 13 Dec 2013, 12:38 PM

এ বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি চিঠি শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৌঁছানো হয়েছে।

ওই চিঠিতে আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও তরিকত ফেডারেশনের প্রার্থীদের দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দিতে সিইসিকে অনুরোধ করেছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের পক্ষে এ বি এম রিয়াজুল কবির কাওসার ওই চিঠি ইসি সচিবের কাছে পৌঁছে দেন।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ শুক্রবার বিকাল ৫টায় শেষ হয়ে গেছে।

কমিশনের উপ সচিব ফরহাদ আহমেদ খান জানান, যারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন তাদের বাদ দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা এখন প্রকাশ করা হবে।

কোনো আসনে একক প্রার্থী থাকলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি। 

শনিবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা।

ওয়ার্কার্স পার্টি থেকে এবার প্রার্থী হয়েছেন চার জন। রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, নড়াইল-২ আসনে শেখ হাফিজুর রহমান, সাততক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ এবং ঢাকা-৮ আসনে দলে সভাপতি রাশেদ খান মেনন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর জাসদের হয়ে সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে, জায়েদুল কবির নরসিংদী-২ আসনে, শিরীন আকতার ফেনী-১ আসনে এবং মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮ আসনে লড়বেন।

আর তরিকত ফেডারেশনের লায়ন এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ ও নজিবুল বাশার মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ আসনের প্রার্থী রয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে, দলের জন্য সংরক্ষিত প্রতীক দলীয় প্রার্থীরা বরাদ্দ পাবে। তবে জোটভুক্ত হলে [আরপিও ২০[১] দলীয় সভাপতির অনুমুতি লাগবে।