ফোনালাপ প্রচার অনৈতিক, বেআইনি: খালেদা
জ্যেষ্ঠ প্রতিবেদক
Published: 07 Nov 2013 09:20 PM BdST Updated: 07 Nov 2013 11:05 PM BdST
শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপের অডিও প্রচারের জন্য সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেছেন, সংলাপে সরকারের আন্তরিকতার অভাব এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।
Related Stories
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে প্রচারিত ভিডিও বক্তৃতায় বিরোধীদলীয় নেতা বলেন, “আমার সঙ্গে টেলিফোনে করা আলোচনা গোপনে রেকর্ড করে তা সরকারি উদ্যোগে প্রচার করা হয়েছে।
“এই রেকর্ডিংয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি সেটি প্রচারের ব্যাপারে আমার কোনো সম্মতিও নেয়া হয়নি। এটা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।”
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের মুখোমুখি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত প্রধানমন্ত্রী গত ২৬ অক্টোবর টেলিফোন করেন বিরোধীদলীয় নেতাকে।
তাদের মধ্যকার ওই আলোচনার অডিও পরে গণমাধ্যমে প্রচার হয়। বিএনপি এজন্য সরকারকে দায়ী করলেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
খালেদা জিয়া বলেন, “প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বশীল মন্ত্রীরা সভা-সমাবেশে, এমনকি জাতীয় সংসদেও আমার, আমার পরিবারের সদস্যবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দ সম্পর্কে ক্রমাগত অরুচিকর ও ভিত্তিহীন নানা কুৎসা রটিয়ে থাকেন। এর জবাব দিতে আমার রুচিতে বাধে।”
“সাম্প্রতিক সংবাদ-সম্মেলনে আমি এই ব্যক্তি-আক্রমণের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানাই। তারপরও টেলিফোনে আমন্ত্রণ জানাবার সময় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করে তীর্যক মন্তব্য করতে থাকেন।”


বর্তমান সঙ্কট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েও ফল পাননি দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “তিনি যেন আমাকে অভিযুক্ত করার জন্যই ফোনটি করেছিলেন।
“সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে সরকারের যে কোনো সদিচ্ছা নেই, এর মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে।”
-
টিকা নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: কাদের
-
উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল
-
টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ
-
এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না
-
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী
-
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল
-
কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের
-
যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’