‘মানুষ পুরোটাই জানুক’
জ্যেষ্ঠ প্রতিবেদক,
Published: 30 Oct 2013 03:29 PM BdST Updated: 31 Oct 2013 01:33 AM BdST
বিরোধীদলীয় নেতার সঙ্গে টেলি আলাপনের সময় ‘দেশের মানুষের কথা’ চিন্তা করে অনেক ‘অপমান’ সহ্য করতে হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ওই কথোপকথনের পুরোটাই মানুষের শোনা দরকার।
Related Stories
Related Files
হরতালের প্রাণহানীর মধ্য দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কী অর্জন করলেন- তার তিনি জানতে চেয়েছেন।
বুধবার গণভবনে আওয়ামী লীগের এক বৈঠকে শেখ হাসিনা বলেন, “দুঃখের বিষয় হলো, আমি বিরোধীদলীয় নেত্রীকে অনুরোধ করলাম। তিনি হরতাল প্রত্যাহার করলেন না।
“আমার ডাকে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করলেন না। আমার কথা মানলেন না। শুনলেন না। এতোগুলো জীবন নিয়ে তিনি কি অর্জন করলেন?”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার থেকে ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর শনিবার তার সঙ্গে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রীর।
ওই কথোপকথনে প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি গণভবনে আমন্ত্রণ জানালেও বিরোধী দলীয় নেতা তাকে বলেন, হরতালের পরই তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন।
৩৭ মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে বেশকিছু বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দুই নেত্রীর মধ্যে।
পুরো কথোপকথনের অডিও টেপ গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় ওঠে।
ওই টেপ প্রকাশের জন্য বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সরকারকে দায়ী করলেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তা অস্বীকার করেন।
প্রধানমন্ত্রী এ বিষয়ে আওয়ামী লীগের বৈঠকে বলেন, “বিএনপির তরফ থেকে অনেক কিছু পেপারে দিয়ে দেয়। এজন্য পুরোটাই দিয়ে দেয়া দরকার। শোনা দরকার দেশবাসীর। আমার ঝগড়া করার মানসিকতা ছিলো না।”
রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সেই কথোপকথন প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, “আল্লাহ যেন আমাকে আরো ধৈর্য্য দেয়। অনেক অপমান সহ্য করতে হয়েছে; মানুষের কথা চিন্তা করে। অবান্তর কথা শুনেছি; দেশের মানুষের কথা চিন্তা করে।”
শেখ হাসিনা বলেন, টেলিফোনে বিরোধীদলীয় নেতা যেসব বিষয়ে কথা বলেছেন, তার সবকিছুরই জবাব তার কাছে রয়েছে।
“উনার সব কথারই জবাব আছে। আমি চেয়েছিলাম সমঝোতার পথ। কিন্তু উনি তা মানলেন না।”
কেউ যাতে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে না পারে- সেজন্য সবাইকে সচেতন থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঙালি জাতি মাথা তুলে দাঁড়াবে।
যুদ্ধাপরাধীদের রক্ষা করা বিরোধীদলের আন্দোলনের অন্যতম কারণ- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “বিচার শুরু হয়েছে। সে বিচার করবই। বাংলার মানুষকে অভিশাপ থেকে রক্ষা করব।”
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গণভবনে এই বৈঠক হয়। কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ঢাকা ও আশেপাশের জেলার সংসদ সদস্য এবং তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় সভাপতি শেখ হাসিনা
মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে জয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “অনেক দুঃখের মধ্যেও সুখের খবর আসে।”
ঈশ্বরদী বিমানবন্দর বুধবার আবারো চালু হওয়ার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
-
দেশে ফিরে হুইল চেয়ারে গাড়িতে উঠলেন ফখরুল
-
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকে বহিষ্কার
-
খুলনায় সমাবেশের অনুমতি দিতে ‘টালবাহানা’: বিএনপি
-
করোনাভাইরাসের টিকা নিলেন রওশন এরশাদ
-
পিলখানা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এ বছরই চায় বিএনপি
-
কর্মসূচি পালনে আইজিপির আশ্বাসে ‘আশ্বস্ত’ বিএনপির নেতারা
-
সব ক্ষমতা এক ব্যক্তির হাতে: জিএম কাদের
-
করোনাভাইরাসের টিকা নিলেন শেখ রেহানা
-
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকে বহিষ্কার
-
দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
-
খুলনায় সমাবেশের অনুমতি দিতে ‘টালবাহানা’: বিএনপি
-
করোনাভাইরাসের টিকা নিলেন রওশন এরশাদ
-
পিলখানা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এ বছরই চায় বিএনপি
-
কর্মসূচি পালনে আইজিপির আশ্বাসে ‘আশ্বস্ত’ বিএনপির নেতারা
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি