মাঠ ছাড়বেন না, খালেদাকে ফরহাদ মজহার
জ্যেষ্ঠ প্রতিবেদক
Published: 20 Oct 2013 10:47 PM BdST Updated: 20 Oct 2013 11:05 PM BdST
আওয়ামী লীগকে হটাতে আন্দোলনের পথ থেকে সরে না আসতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ফরহাদ মজহার।
রোববার বিএনপি সমর্থক পেশাজীবীদের সম্মেলনে বক্তব্যে তিনি বিরোধীদলীয় নেতার প্রতি এই আহ্বান জানান।
খালেদা জিয়ার উপস্থিতিতে ওই সভায় ১৮ দলীয় জোট শরিক এলডিপির চেয়ারম্যান অলি আহমদ সরকার হটাতে লাগাতার কর্মসূচি দেয়ার আহ্বান জানান।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেয়ার পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্যে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে তারা যাবেন না।
বিরোধীদলীয় নেতাকে রাজপথের আন্দোলনে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে কলামনিস্ট ফরহাদ মজহার বলেন,আপসের পথ বাংলাদেশে খোলা নেই। আন্দোলন ছাড়া ফ্যাসিবাদী এই সরকার ক্ষমতা ছাড়বে না।
বিএনপির মধ্যেই কেউ খালেদা জিয়াকে বিভ্রান্ত করতে পারে- এই সন্দেহের কথা জানিয়ে তাকে সতর্কও করেন তিনি।
“কোনো বিভ্রান্তি ও লোভ, এমনকি দলের বিশেষ একটি পক্ষের কা্র্যক্রমে বিভ্রান্ত হয়ে আপনি পিছু হটবেন না। পিছু হটলে ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। আমার অনুরোধ আপনি কখনো মাঠ ছাড়বেন না। রাজপথ ছাড়বেন না।”
খালেদা জিয়া ‘ভুল’ করলে তার সমালোচনাও করবেন বলে জানান বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি পাওয়া এই কবি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের এই সম্মেলনে খালেদা জিয়া ছাড়াও বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির নজির আহমদ।
লাগাতার কর্মসূচি দিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য অলি আহমদ বলেন, “এই সরকারের কাছে গতকাল পর্যন্ত নির্দলীয় সরকারের দাবি জানানোর দিন শেষ হয়ে গেছে। এখন এক দফা, এক দাবি- হাসিনা তুই কবে যাবি।”
“ম্যাডামকে বলব, এখন আর হরতাল দিয়ে লাভ নেই। দুই দিন পর সব ঠাণ্ডা হয়ে যাবে। এখন একসঙ্গে শুরু করতে হবে। তারে (শেখ হাসিনা) বের করেন,” বলেন এক সময়ে মহাজোটে থাকা সাবেক এই বিএনপি নেতা।
জামায়াত নেতা বলেন, “সরকার জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। একটি হলে তাদের বাঁচানো যেত।কিন্তু তারা পাঁচটি আতঙ্কে রয়েছে। এক. ইসলাম, দুই. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, তিন. বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, চার. জামায়াত-শিবির ও পাঁচ. হেফাজতে ইসলাম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সঅধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা,অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ব্যারিস্টার এ জে মোহাম্মদ আলী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, সাবেক সচিব আ ফ ম সোলায়মান চৌধুরী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক পিয়াস করীম, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ডা. এ কে এম আজিজুল হক, প্রকৌশলী হারুন অর রশীদ, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, হাসান জাফির তুহিন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক আবদুল হাই শিকদার, আমিনুর রহমান মজুমদার, সৈয়দ কামরুল আহসান, শেখ আল আমীন, হযরত আলী, কামারুজ্জামান কল্লোল, জিয়াউল হায়দার পলাশ, মির্জা লুৎফর রহমান লিটন, দুলাল হায়দার, জাহানারা খাতুন সম্মেলনে বক্তব্য রাখেন।
অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক খলিলুর রহমান, ডা. গাজী আবদুল হক, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর, রেযোয়ান সিদ্দিকী, মাহফুজউল্লাহ, এম এ আজিজ, আবদুস শহীদ, শাকিল ওয়াহেদ, অ্যাডভোকেট জয়নাল আবেদীন,কৃষিবিদ শামীমুর রহমান শামীম,প্রকৌশলী এল কে সিদ্দিকী, আবু হেনা সম্মেলনে ছিলেন।
অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এম এ মান্নান, হায়দার আলী, সুজা উদ্দিন, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা।
-
টিকা নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: কাদের
-
উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল
-
টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ
-
এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না
-
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী
-
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল
-
কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের
-
যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’