বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
Published : 09 Oct 2013, 01:08 PM
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ বলেন, “জনগণের প্রত্যাশা ছিল এ নরঘাতকের সর্বোচ্চ শাস্তি হবে। তবে রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।”
একাত্তরে মুক্তিযুদ্ধকালে নির্যাতন, হত্যা ও গণহত্যার নয়টি ঘটনায় আব্দুল আলীমের অপরাধ প্রমাণিত হলেও তার শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
হানিফ বলেন, আলীমের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যে রায় দেয়া হয়েছে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালান আবদুল আলীম।
এক সময়ের মুসলিম লীগ নেতা ও জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম হলেন বিএনপির দ্বিতীয় নেতা, যুদ্ধাপরাধের দায়ে যার সাজার আদেশ হলো। সাবেক মন্ত্রী হিসাবে এ দিক দিয়ে তিনি তৃতীয়।