বিরোধীদলীয় নেতার সমালোচনার জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ইসির মেরুদণ্ড শক্তই আছে।
Published : 18 Sep 2013, 03:59 PM
নির্বাচন কমিশনের সমলোচনা করে আসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাজশাহীর জনসভায়ও বলেন, বর্তমান ইসি ‘মেরুদণ্ডহীন’।
বুধবার ইসি সচিবালয়ে জাবেদ আলীর কক্ষে কয়েকজন সাংবাদিক কথা বলার সময় বিরোধীদলীয় নেতার সমালোচনার প্রতিক্রিয়া জানতে চান।
সাবেক এই সেনা কর্মকর্তা সহাস্যে দাঁড়িয়ে যান। এসময় বাম হাতে মোবাইল ফোনটি ধরে কয়েক সেকেন্ড মৃদু হাসেন।
তার আকস্মিক এই দাঁড়ানোর ভঙ্গিতে উপস্থিত সাংবাদিকরাও হেসে দেন।
এরপর জাবেদ আলী বলেন, “আমার বয়স ৬৩ বছর। মেডিক্যাল রিপোর্টে আমি ওই রকম রোগী না। কোনো ব্যথা অনুভব করছি না। এত বয়স হয়েছে, ডাক্তার কখনো একথা বলেনি। কোমর সোজাই আছে, অসুবিধা নেই।”
সিইসিসহ অন্য নির্বাচন কমিশনারদের মেরুদণ্ডও ‘সোজা’ বলে দাবি করেন তাদের এই সহকর্মী, পাঁচ সদস্যের কমিশনে তিনিই সর্বকনিষ্ঠ।
“এখানে সব থেকে কম বয়স আমার। আমরা যদি (মেরুদণ্ড) সোজা থাকে, অন্যদের আরো বেশি সোজা রয়েছে।”
দশম সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার বিষয়ে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন জাবেদ আলী।
“আমরা আশা করি, সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি- নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। কোনো কারচুপি হবে না।”
রাষ্ট্রপতি প্রথমবারের মতো সব দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে বর্তমান ইসি গঠন করে। ২০১২ সালের ফেব্রুয়ারি ৫ সদস্যের ইসি নিয়োগ পায়।