রায়ে সন্তোষ আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদক
Published: 17 Sep 2013 10:14 AM BdST Updated: 17 Sep 2013 10:14 AM BdST
উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার আপিল বিভাগে আপিলের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদের মোল্লা একজন কুখ্যাত রাজাকার ছিল, অনেক স্বাধীনতাকামী মানুষকে সে হত্যা করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায় হয়েছে বলে আমরা মনে করি।”
‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায় দ্রুত কার্যকর হবে বলে জনগণ প্রত্যাশা করে।
“কাদের মোল্লার থেকেও আরো বড় বড় যুদ্ধাপরাধী আছে। তাদের ক্ষেত্রেও একই রায় হবে বলে আমরা আশা করি।”
ব্যক্তির পাশাপাশি যেসব দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারও দ্রুত শুরু করার দাবি জানান সিপিবির সাবেক সভাপতি মনজুর।
রায়ের প্রতিক্রিয়ায়
ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আমাদের অনেক দিনের দাবি পূরণ হয়েছে।”
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’