‘যতোদিনে নির্বাচন  ততোদিন  প্রধানমন্ত্রীর দায়িত্বে হাসিনা’

আন্দোলন বাদ দিয়ে বিরোধী দলকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো পরিস্থিতির সৃষ্টি হলে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ পরিচালনা করবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2013, 09:35 AM
Updated : 13 August 2013, 05:50 PM

মঙ্গলবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা  সভায় নাসিম বলেন, নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হলে সংবিধানসম্মতভাবে সে পর্যন্ত প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন।  

তিনি বলেন, “কোন পক্ষ কিংবা মহলের অসহযোগিতার কারণে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ তো বন্ধ থাকতে পারে না। যদি সে রকম ঘটে তাহলে প্রধানমন্ত্রী দেশ চালাবেন। যতোদিন পর্যন্ত নির্বাচন না হবে ততোদিন দেশের প্রধান নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। বর্তমান সংবিধানেই এই বিধি উল্লেখ রয়েছে- কোনো ফাঁকফোকর নেই।”

অসাংবিধানিকভাবে কারো ক্ষমতায় আসার সুযোগ নেই মন্তব্য করে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলির এই সদস্য বলেন,  “কেউ যদি অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসতে চায় তাহলে তাকে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংবিধানে স্পষ্ট ভাবে তা লেখা আছে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর থেকেই তা পুনর্বহালের  দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।

বিএনপির উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “অনেক আন্দোলন করেছেন, জ্বালাও-পোড়াও করেছেন, দেশের সম্পদ-জনগণের জানমালের ক্ষতি করেছেন- আর কতো? সামনে নির্বাচন, নির্বাচনের প্রস্তুনি নিন। জনগণের কাছে যান।”

বিরোধী দলকে অভয় দিয়ে তিনিবলেন, “মহাজোট সরকার ক্ষমতায় থাকাকালে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। তাতে আপনাদের মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। এমনও তো হতে পারে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনেও জনগণ আপনাদের নির্বাচিত করলো। এটা খুবই স্বাভাবিক।”

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।