জামায়াত নিষিদ্ধের সময় এসেছে: নাসিম

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আদালতের আদেশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করার সময় এসেছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2013, 02:35 PM
Updated : 1 August 2013, 02:35 PM

বৃহস্পতিবার হাই কোর্ট জামায়াতে ইসলামীকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে রায় দেয়।

এরপর বামপন্থী রাজনৈতিক দলগুলোসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ‘যুদ্ধাপরাধী’ দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি আবার তোলে।  

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “জামায়াত-শিবির মিলে বিগত দু’বছরে যে নৈরাজ্য সৃষ্টি করছে, তাতে তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাদের নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।”

রায়ের পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এর রায় জামায়াত নিষিদ্ধের আইনি ভিত্তি হিসাবে কাজ করবে।

মোহাম্মদ নাসিম, ফাইল ছবি

মোহাম্মদ নাসিম বলেন, “আওয়ামী লীগ নির্বাচনী তার ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের পর তাদের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছিল। আমরা সে পথে এগুচ্ছি।

“হাই কোর্ট বাংলার জনগণের ভাষা ও মনের চাহিদা বুঝতে পেরেছে। তাদের চাহিদার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে। এখন সময় এসেছে জামায়াতকে নিষিদ্ধ করার।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষনেতাদের বিরুদ্ধে রায়ে একাত্তরে ভূমিকার জন্য এই দলটিকে ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।