‘সংশয়’ দিয়ে শেষ লিটন-বুলবুলের প্রচারণা

সিটি কর্পোরেশনে নির্বাচনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করেছেন রাজশাহীর প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2013, 10:31 AM
Updated : 13 June 2013, 11:21 AM

বৃহস্পতিবার সন্ধ্যার পর মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ১৮ দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল দুজনই ‘শান্তিপূর্ণ’ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

তবে দুই প্রার্থীই তাদের শেষ প্রচারে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিযেছেন।

ভোটাররাও মনে করেন, নির্বাচনের পরিবেশ ভাল। তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার সকালে গণসংযোগ করেন শালবাগান, সাহেববাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া, ফুদকিপাড়া, সাহেবগঞ্জ, বড়কুটিপাড়া, গণকপাড়া, মিয়াপাড়া এলাকায়।

বিকেলে তিনি সংবাদ সম্মেলন করে আরো একবার ভোট দেয়ার জন্য নগরীরবাসীর কাছে অনুরোধ জানান।

গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিটন বলেন, “সম্প্রতিকালে রাজশাহীতে যে তাণ্ডব হয়েছে, তার সঙ্গে জড়িত জামায়াত-শিবির ও হেফাজতের নেতাকর্মীরা একজন প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে। এতে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে।”

অন্যদিকে সকালে নগরীর হেতেমখাঁ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবন, মৎস্য ভবন ও আমবাগান এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়াও বিকেলে তিনি নিজ বাসভবনে কর্মীদের নিয়ে বৈঠক করেন।

গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী বুলবুল বলেন, সম্প্রতি রাজশাহীতে যুবলীগ ও ছাত্রলীগ যে অস্ত্রের মহড়া দিয়েছে তা গণমাধ্যমে প্রচার হয়েছে।

কিন্তু সে অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা শান্তিপূর্ণ নির্বাচনে বাধা হতে পারে বলে সংশয় প্রকাশ করেন তিনি।

তবে ভোটের পরিবেশ কেমন- জানতে চাইলে নগরীর রানীবাজার এলাকার ভোটার শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোট দিতে পারবেন বলেই মনে হয়।

ভোটারদের দেয়া রায় যেন ছিনতাই না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান শহিদুল।