রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রতিক্রিয়া জানাবে পরে

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নের বিষয়ে পরে প্রতিক্রিয়া জানাবে প্রধান বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2013, 07:13 AM
Updated : 21 April 2013, 07:13 AM

আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একথা জানান।

দলীয় ফোরামে আলোচনার পর প্রতিক্রিয়া জানানো হবে, বলেছেন তিনি।

রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে মোশাররফকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর সবার কাছে  ‘গ্রহণযোগ্য’ একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছিল বিএনপি।

সকালে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেয়া হয়।

স্পিকার আবদুল হামিদের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ ছিল বিএনপির; যদিও তিনি বরাবরই বলে আসছিলেন, স্পিকার হিসেবে নিরপেক্ষ ভূমিকায় রয়েছেন তিনি।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় হামিদই হতে যাচ্ছেন দেশের ২০তম  রাষ্ট্রপতি।

গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যাওয়ায় এই পদ শূন্য হয়।