হেফাজতের সমাবেশে জাপা নেতারা

মতিঝিলে হেফাজতের সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2013, 02:46 AM
Updated : 6 April 2013, 03:37 AM

শনিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা শাপলা চত্বরে গিয়ে তাদের সঙ্গে সংহতি জানান।

পরে তারা মঞ্চের পাশে চেয়ারে বসে হেফাজত নেতাদের বক্তব্য শোনেন।

শুক্রবার রাতেও সমাবেশ মঞ্চ তৈরির তদারকির জন্য জাতীয় পার্টির একটি প্রতিনিধি সেখানে ছিল বলে জাতীয় পার্টির এক নেতা জানিয়েছেন।

দুপুরের পরে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের যোগ দেওয়ার কথা থাকলেও বেলা সোয়া ৩টার দিকে কাজী জাফর মঞ্চে উঠে এরশাদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। এ সময় মঞ্চে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে দলের ভাইস চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এরশাদকে সমাবেশে যোগ দেয়ার অনুরোধ করেছেন। শাফি সাহেবসহ সংগঠনের অন্য নেতারাও চাচ্ছেন এরশাদ সমাবেশে আসুক।

এদিকে টিকাটুলিসহ ঢাকার প্রবেশপথে ৪২টি ক্যাম্প করে হেফাজতের কর্মীদের জাতীয় পার্টির পক্ষ থেকে খাবার পানি সরবারহ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মুখপাত্র ফিরোজ রশীদ।