কাদের বলেন জ্বালাও-পোড়াও নাশকতার জন্য বিএনপি ও দোসররা মার্কিন নিষেধাজ্ঞার 'যোগ্যতা অর্জন করেছে'।
গণজাগরণবিরোধী হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষাপটে ব্লগার গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে দলটি।
অবিলম্বে তিন ব্লগারের মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
বিবৃতিতে বলা হয়, “ব্লগারদের গ্রেপ্তারের পদক্ষেপ কার্যত দেশের সাম্প্রদায়িক শক্তিকে সন্তুষ্ট করার জন্য গ্রহণ করা হয়েছে।
এটা সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের উপহার।”
সিপিবি নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করে বলেছেন, সেটাই সরকারের সবচেয়ে জরুরি কর্তব্য।