সাবেক মন্ত্রী মজিদ উল হক আর নেই
জ্যেষ্ঠ প্রতিবেদক,
Published: 25 Mar 2013 05:09 AM BdST Updated: 25 Mar 2013 05:38 AM BdST
সাবেক মন্ত্রী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদ উল হক আর নেই।

মাত্র দশ দিন আগে তার স্ত্রী মমতাজ জাহান জেবুন্নেসা মজিদও মারা যান।
তাদের বড় ছেলে ইশতিয়াক মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে ঢোকা সেনানিবাসের আল্লাহু মসজিদে মজিদ উল হকের জানাজা হবে।
আর কুলখানি হবে শুক্রবার বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে।
১৯২৬ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মজিদ উল হক। ১৯৬০ এর দশকের শেষভাগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে উন্নীত হন। পাকিস্তানি আমলে হাতে গোণা যে ক’জন বাংলাদেশি সেনাবাহিনীর এতো উঁচু পদে যেতে পেরেছিলেন, তিনি তাদেরই একজন।
১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে সংস্থাপন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন মজিদ উল হক। এর আগে শিল্প, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেন।
পরে ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসাবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১-৯৬ সময়ে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলেও তিনি কৃষি ও পনি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির থাকার পর ১৯৯৮ সালে তিনি পদত্যাগ করেন।
মজিদ উল হক ও জেবুন্নেসা মজিদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
-
দল নিবন্ধন: নতুনদের জন্য ৩ মাস সময়
-
‘গায়ে জ্বালা’ কেন, জানালেন ফখরুল
-
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা ১ জুন
-
জি এম কাদেরকে চেয়ার থেকে সরাতে আদালতে জাপা নেতা
-
ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
-
এখন পাল্টা ‘মাইর’ দেওয়ার সময়: গয়েশ্বর
-
‘প্রায়ই’ নজরুলের কথা মনে পড়ে ফখরুলের
-
জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ-বিএনপির চেয়ে বেশি গ্রহণযোগ্য: চুন্নু
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক