সাবেক মন্ত্রী মজিদ উল হক আর নেই

সাবেক মন্ত্রী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদ উল হক আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2013, 11:09 PM
Updated : 24 March 2013, 11:38 PM
পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের সংক্রমণে ভুগে সোমবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতলে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মাত্র দশ দিন আগে তার স্ত্রী মমতাজ জাহান জেবুন্নেসা মজিদও মারা যান।

তাদের বড় ছেলে ইশতিয়াক মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকালে ঢোকা সেনানিবাসের আল্লাহু মসজিদে মজিদ উল হকের জানাজা হবে।

আর কুলখানি হবে শুক্রবার বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে। 

১৯২৬ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মজিদ উল হক। ১৯৬০ এর দশকের শেষভাগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে উন্নীত হন। পাকিস্তানি আমলে হাতে গোণা যে ক’জন বাংলাদেশি সেনাবাহিনীর এতো উঁচু পদে যেতে পেরেছিলেন, তিনি তাদেরই একজন।

১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে সংস্থাপন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন মজিদ উল হক। এর আগে শিল্প, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেন।

পরে ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসাবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১-৯৬ সময়ে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলেও তিনি কৃষি ও পনি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।   

দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির থাকার পর ১৯৯৮ সালে তিনি পদত্যাগ করেন।

মজিদ উল হক ও জেবুন্নেসা মজিদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।